রায়বরেলিতে বয়লার বিস্ফোরণে মৃত বেড়ে ৩২, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

রায়বরেলি, ৩ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের রায়বরেলি জেলার উঞ্চাহারে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি)-র বিদু্যত্ উত্পাদন কেন্দ্রে বয়লার বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২| এই ঘটনায় আহতের সংখ্যা শতাধিক| আহতদের মধ্যে বহু মানুষের অবস্থা এখনও আশঙ্কাজনক| তাই প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে| এদিকে, কি কারণে বিস্ফোরণ হয়েছিল বয়লারে তা জানতে তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করল ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি)| এনটিপিসি-র জোনাল ডিরেক্টর আর. এস. রাঠি জানিয়েছেন, ‘বিস্ফোরণের কারণ জানতে তিন সদস্যের বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে| কমিটির চেয়ারম্যান হলেন এনটিপিসি-র ডিরেক্টর|’ রাঠি আরও জানিয়েছেন, আগামী ৩০ দিনের মধ্যেই রিপোর্ট পেশ করবে তদন্ত কমিটি, তারপরই পদক্ষেপ গ্রহণ করা হবে|
মৃতদের পরিবারকে ২০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ১০ লক্ষ টাকা এবং সামান্য আহতদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে এনটিপিসি| অন্যদিকে, উত্তর প্রদেশ সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, মৃতদের পরিবার প্রতি ২ লক্ষ টাকা, গুরুতর আহতদের ৫০ হাজার এবং আহতদের জন্য ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে|
উল্লেখ্য, গত বুধবার বিকেল তিনটে নাগাদ উঞ্চাহারের বিদু্যত্ উত্পাদন কেন্দ্রে বয়লার পাইপে জোরালো শব্দে বিস্ফোরণ হয়| বিস্ফোরণের পরই সেখান থেকে বেরিয়ে আসে গরম বাষ্প ও গ্যাস| দাউদাউ করে জ্বলতে থাকে আগুন| বিস্ফোরণস্থলের আশেপাশে থাকা কর্মীরা আগুন ও গরম বাষ্পে ঝলসে যান| মর্মান্তিক ঘটনায় এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে| তবে, প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে| কারণ, আহতদের মধ্যে বহু মানুষের শারীরিক অবস্থা আশঙ্কাজনক| অনেকেই শরীরের ৯০ শতাংশ দ্বগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন|