নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১ নভেম্বর৷৷ মধুপুর থানার নাকের ডগায় ত্রিপুরার গ্রামিন ব্যাঙ্ক মধুপুর শাখায় চুরির ঘটনা ঘটে৷ সংবাদ সূত্রে জানা যায় গতকাল গভীর রাতে মধুপুর বাজারস্থীত ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কে চুরির ঘটনা ঘটে৷ গ্রামীন ব্যাঙ্কের উঠার সিড়ির রাস্তায় লাগানো ছিল তালা৷ সকাল বেলা ব্যাঙ্ক কর্তৃপক্ষকে মালিক গেইটের তালা খুলে দেয়৷ প্রত্যেক দিনের মত বুধবার সকাল তালা খুলে দেয়৷ সকাল পৌণে দশটা নাগাদ গ্রামীণ ব্যাঙ্কের কর্মকর্তারা প্রত্যেক দিনের মত আজও ব্যাঙ্কে আসে৷ আসতেই শিরি বেয়ে উপরে উঠে দেখতে পায় ব্যাঙ্কের ভিতরে প্রবেশের প্রথম দরজাটির তালা ভাঙ্গা অবস্থায় মাটিতে পড়ে আছে৷ তখন ব্যাঙ্ক কর্মীরা মধুপুর থানায় চুরির বিষয় নিয়ে লিখিত অভিযোগ করে৷ পরে মধুপুর থানার ওসি প্রশান্ত কুমার দে, পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসে৷ বিষয়টি তদন্ত করে দেখে৷ তবে টাকা পয়সা লুট করা হয়েছে কিনা তা খবর লেখা পর্যন্ত স্পষ্ট করে কিছু বলেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং পুলিশ৷ তাদের বক্তব্য তদন্ত চলছে৷ এখানে প্রশ্ণ উঠেছে যে মধুপুর আরো অনেকবার দোকানে চুরি হয়েছে৷ কিন্তু মধুপুর থানার পুলিশ রাতভর মধুপুর বাজার পাহার দিয়ে থাকে৷ তাদের সামনে এই রকম দুঃসাহসীক চুরির ঘটনা ঘটল কিভাবে৷ অভিযোগ উঠছে যে থানার নাকের ডগায় সেই ব্যাঙ্কটিতে কিভাবে চুরির ঘটনা ঘটে৷ এই অভিযোগ নিয়ে এলাকাবাসী ও মধুপুর বাজার ব্যাবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়৷ বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ অবিলম্বে মধুপুর বাজারে রাত্রিকালীন পুলিশী টহল বাড়ানোর দাবী উঠেছে৷
2017-11-02

