দেশের ৭ রাজ্যে ও ১ টি কেন্দ্রশাসিত অঞ্চলে হিন্দুদের সংখ্যালঘুর স্বীকৃতির দাবিতে সুপ্রিমকোর্টে বিজেপি নেতা

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.): দেশের ৭ রাজ্যে ও ১ টি কেন্দ্রশাসিত অঞ্চলে হিন্দুদের সংখ্যালঘু হিসেবে স্বীকৃতি দিতে সুপ্রিম কোর্টে দ্বারস্ত হলেন বিজেপি

বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়

নেতা অশ্বিনী উপাধ্যায়। এবিষয়ে তিনি সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। তার দাবি নির্দিষ্ট ওই রাজ্যগুলিতে সংখ্যালঘু হিসেবে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া উচিত হিন্দুদের। ওই আট রাজ্যগুলি হল জম্মু ও কাশ্মীর, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচলপ্রদেশ, মণিপুর, পাঞ্জাব, লাক্ষাদ্বীপ। এর পাশাপাশি ১৯৯৩ সালে তৎকালীন কেন্দ্রীয় সরকারের জারি করা একটি বিজ্ঞপ্তিকে অসাংবিধানিক হিসেবে চিহ্নিত করার দাবি মহামান্য সুপ্রিম কোর্টের কাছে করেছেন তিনি। উল্লেখ্য ওই বিজ্ঞপ্তিতে মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ ও পার্সি ধর্মাবলম্বীদের ‘সংখ্যালঘু’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। পরে ২০১৪ সালে এই তালিকায় যুক্ত করা হয়েছে জৈনদের।
বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় মতে ২০১১ সালে জনগণনা অনুযায়ী ভারতের ৮ রাজ্যে হিন্দুরা সংখ্যালঘু। কিন্তু তবু আজও ওই রাজ্যগুলিতে বসবাসকারী হিন্দুরা সেই সংখ্যালঘুর মর্যাদার পায়নি।