নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ রোহিঙ্গাদের ভারতে কিছুতেই স্থান দেওয়া যাবেনা৷ রোহিঙ্গারা ভারতের জন্য বিপদজ্জনক, সেই হিসাবে দেশের প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ গত ৮ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব দিলীপ কুমার রাজ্যগুলিকে এই মর্মে সতর্কতা অবলম্বন করতে অনুপ্রবেশকারিদের ঠেকাতে বিশেষ করে রোহিঙ্গাদের বিষয়ে স্বজাগ থাকার জন্য চিঠি দিয়ে জানিয়েছিলেন৷
গত কয়েক দশকে সন্ত্রাসবাদ দেশের সবচেয়ে চিন্তার বিষয়৷ কারণ, সন্ত্রাসবাদি সংগঠন অবৈধ অভিবাসীদের ব্যবহার করে চলেছে৷ এদিকে মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে ভারতীয় ভূ-খণ্ডে অনুপ্রবেশ বিরাট বোঁঝা হয়ে দাঁড়িয়েছে৷ বিশেষ করে দেশের নিরাপত্তার প্রশ্ণে রাখাইন প্রদেশ থেকে আসা অনুপ্রবেশকারিরা চিন্তা বাড়িয়েছে৷ এই সমস্ত বিষয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব রাজ্যগুলি এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে জানিয়ে সতর্ক করেছে৷
সে মোতাবেক সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের প্রশাসনকে বেআইনিভাবে বসবাসরত বিদেশী নাগরিকদের চিহ্ণিত করে তাদের বিতারণের ব্যবস্থা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ এই ব্যবস্থা নিতে যে আইনি ক্ষমতার প্রয়োজন তাও নির্দিষ্ট আইন মোতাবেক রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে প্রদান করা হয়েছে৷
কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, রোহিঙ্গাদের চিহ্ণিত করে বিতারিত করতেই হবে৷ চিঠিতে বলা হয়েছে রাখাইন প্রদেশের অভিবাসী যারা রোহিঙ্গা হিসাবে পরিচিত তাদের চিহ্ণিত করে দেশ থেকে বিতারিত করা চলমান প্রক্রিয়া৷ বর্তমান সময়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশ আগের তুলনায় অনেকটা বেড়ে গেছে৷ তাদর কিছু গতিবিধি নিয়েও সন্দেহ দেখা দিয়েছে৷ আন্তর্জাতিক সন্ত্রাসবাদি সংগঠনের সাথেও তাদের যোগাযোগ থাকতে পারে সে বিষয়টিও উড়িয়ে দেওয়া যায়না৷ তাই, প্রত্যেক রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের প্রশাসনকে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ এবং গোয়েন্দা মারফত প্রতিনিয়ত খবর সংগ্রহ করার জন্য পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ শুধু তাই নয় অবৈধ অভিবাসী চিহ্ণিত হওয়ার সাথে সাথেই তাদের বিতারণের ব্যবস্থা বিলম্বনা করে সুনিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷
2017-10-31
