BRAKING NEWS

৩৩ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন রাজস্থানের ১০ হাজার ডাক্তার

জয়পুর, ৩০ অক্টোবর (হি.স.): পেশার সুরক্ষা, বেতন বৃদ্ধি এবং নাগরিক পরিষেবা-সহ ৩৩ দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন রাজস্থানের ১০ হাজার ডাক্তার। রবিবার অল রাজস্থান ইন সার্ভিস ডক্টরস অ্যাসোসিয়েশনে নিজেদের ইস্তফাপত্র পেশ করেছেন শয়ে শয়ে ডাক্তার। রাজস্থানের ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি চিকিৎসকদের ইস্তফা পেশের ঘটনাকে স্বীকার করে নিয়ে জানিয়েছেন, ১০ হাজার টাকার গ্রেড-পের সুবিধা, বেতন পরিকাঠামোতে সংশোধন, হাউজিং সুবিধা এবং পেশার সুরক্ষার মত বিষয়গুলি নিয়ে সরব হয়েছেন তাঁরা। একই সঙ্গে রাজস্থানের বসুন্ধরা রাজে সরকারের কাছে আন্দোলনকারী ডাক্তাররা সব চিকিৎসককে গ্রামীণ ভাতা দেওয়ার দাবিও তুলেছেন।
ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডঃ অজয় চৌধুরী জানিয়েছেন, রাজস্থান সরকার যদি আন্দোলনরত ডাক্তারদের দাবি মেনে না নেয়, তাহলে আরও সমস্যা বাড়বে। ৬ নভেম্বরের মধ্যে চিকিৎসকদের দাবিদাওয়া সরকার না মেনে নিলে আরও বড় আন্দোলনে নামবেন ডাক্তাররা।
আন্দোলনরত ডাক্তাররা প্রশাসনের সঙ্গে পুরোপুরি অসহযোগিতা প্রদর্শন করছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আন্দোলন চললেও তাঁদের নৈতিক দায়িত্ববোধ এবং মানবিক অবস্থান থেকে সরে আসবেন না তাঁরা। যদিও আন্দোলনকারী ডাক্তারদের আশ্বস্ত করার চেষ্টা করেন রাজস্থান সরকারের স্বাস্থ্যমন্ত্রী কালীচরণ সরফ। তিনি বলেন, ডাক্তারদের দাবিদাওয়া নিয়ে চিন্তাভাবনা করছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *