আহমেদাবাদ, ৩০ অক্টোবর (হি.স.): আহমেদাবাদের সিভিল হাসপাতালে গত তিনদিনে ১৮ জন শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ও স্বাস্থ্যমন্ত্রী শঙ্কর চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন বিরোধীরা। এদিকে রবিবারই আহমেদাবাদের সিভিল হাসপাতালে শিশুমৃত্যুর মিছিলের জেরে একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।
শিশুমৃত্যুর কারণ দর্শিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত শিশুদের বেশিরভাগেরই ওজন স্বাভাবিকের চেয়ে কম ছিল। বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে চিকিত্সার জন্যে এদের ভর্তি করানো হয় আহমেদাবাদের সিভিল হাসপাতালে। তবে সরাসরি ভর্তি করানো হয়েছিল ৯জন শিশুকে।
এদিকে শিশুমৃত্যুর ঘটনার খবর জানাজানি হওয়ার পরেপরেই মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানিয়েছেন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছি। খুব শীঘ্রই ওই তদন্ত কমিটি রিপোর্ট জমা দেবে। খতিয়ে দেখা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের কোনওধরনের গাফিলতিতেই এতগুলি শিশুর মৃত্যু হয়েছে কিনা। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, প্রাথমিক যে রিপোর্ট পেয়েছি তাতে দেখা যাচ্ছে, ওষুধপত্রের অভাব কিংবা চিকিত্সা না পেয়ে ওই শিশুরা মারা যায়নি। পুরো পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রবিবার রাতে হাসপাতালে পাঠানো হয়েছে স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য কমিশনারকে।
2017-10-30

