BRAKING NEWS

আন্তর্জাতিক সন্ত্রাসবাদী কার্যকলাপ থেকে প্রভাবমুক্ত নয় ভারত দাবি স্বরাষ্ট্রমন্ত্রী

হাদরাবাদ, ৩০ অক্টোবর (হি.স) : আন্তর্জাতিক সন্ত্রাসবাদী কার্যকলাপ থেকে প্রভাব মুক্ত নয় ভারত। হায়দরাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল জাতীয় পুলিশ আকাডেমীতে সদ্য পাশ করা আইপিএস আধিকারিকদের এক সম্মেলনে যোগ দিতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন ভারতের মাটিতে আন্তর্জাতিক ইসলামিক জঙ্গি সংগঠন আইসিসের বহু নাশকতা ছক বাঞ্চাল করে দিয়েছে ভারতের গোয়েন্দা বাহিনী। তিনি বলেন সন্ত্রাসবাদ এবং সম্প্রদায়িকতা সংঘর্ষের ক্ষেত্রে আগামী পাঁচ বছর অনেক বেশি চ্যালেঞ্জিং হতে পারে বলে তিনি জানিয়েছেন। এই সবের বিরুদ্ধে লড়াই করার জন্য সদ্য পাশ করা আইপিএস আধিকারিকদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জনান তিনি।
সন্ত্রাসবাদসহ মৌলবাদ আধুনিক বিশ্বের সব থেকে বড় চ্যালেঞ্জ। আইসিস, আল কায়াদা মতো সন্ত্রাসবাদী সংগঠন প্রতিদিন নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। সাইবার, পরমাণবিক হামলাসহ একাধিক দিক দিয়ে হামলা করতে পারে বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য পুলিশের আধুনিকিরণের জন্য ২৫০০০ কোটি টাকা ধার্য করে্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *