নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর৷৷ চারিপাড়ার পুলিশ পাড়ার সর্দার মুড়ায় নরকঙ্কাল উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, রেলওয়ে লাইনের কাজ করার জন্য জঙ্গল পরিস্কার করছিলেন শ্রমিকরা৷ শনিবার দুপুরে শ্রমিকরা দেখতে পান একটি গাছের নিছে নরকঙ্কাল পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশকে৷ ঘটনাস্থল থেকে পুলিশ নরকঙ্কাল উদ্ধার করে ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করেছে৷ নরকঙ্কালের পাশে একটি প্যান্ট, শার্ট ও একজোড়া জুতো উদ্ধার করা হয়৷ গাছে ঝুলে থাকা একটি দড়িও উদ্ধার হয়৷ আশঙ্কা করা হচ্ছে আত্মহত্যার ঘটনা এটি৷ তবে মৃতব্যক্তি সনাক্ত হয়নি৷
2017-10-29

