ফাঁসিতে আত্মহত্যা এক ব্যবসায়ীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷ রাজ্যে আত্মহত্যার ঘটনা ক্রমেই বেড়ে চলছে৷ যদিও রাজ্য বিধানসভায়ও একাধিক বার বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে৷ এবার ফাঁসিতে আত্মহত্যা করলেন খোয়াই’র এক ব্যবসায়ী৷ বাড়ির বাথরুমে গামছা দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করলেন খোয়াই র ব্যবসায়ী অমিয় দত্ত (৪৫)৷ এই আত্মহত্যার খবর ছড়িয়ে পরতেই খোয়াই ব্যবসায়ী মহলে চাঞ্চল্য ছড়িয়ে পরে৷ খবর পেয়ে ছুটে আসে খোয়াই থানার পুলিশ৷ মৃতদেহ নামিয়ে নিয়ে যায় ময়না তদন্তের জন্য৷ ঠিক কি কারণে অমিয় দত্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, পরিবারের লোকজন যেমন বুঝে উঠতে পারছেন না তেমনি এলাকাবাসীও এই বিষয়ে অজ্ঞ৷ লালছরার বাড়িতে বৃদ্ধ পিতার সাথে থাকতেন অমিয় দত্ত৷ স্ত্রী ও একমাত্র পুত্র আগরতলায় থাকতেন৷ ঘটনার সময়ও স্ত্রী পুত্র আগরতলাতেই ছিলেন৷ খোয়াই সুভাষ পার্কের প্রীতি পেপারস নামে একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানের মালিক ছিলেন অমিয় দত্ত৷