নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ থানায় অভিযোগ জানাতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল এক নির্যাতিতা মহিলার৷ জানা গেছে, কুসুমী দেব (২৮) বৃহস্পতিবার এয়ারপোর্ট থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়েছিলেন৷ সেখানে যাওয়ার পর হঠাৎ তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন৷ সঙ্গে সঙ্গে তাঁকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, হাসপাতালে দুপুর আড়াইটা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে৷ তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷ পুলিশের বক্তব্য, ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর ঐ মহিলার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে৷
জানা গেছে, পাঁচ বছর আগে এয়ারপোর্ট থানা এলাকার বাসিন্দা কানাই মালাকারের সাথে পশ্চিম ভূবনবন এলাকার কুসুমী দেবের সামাজিক রীতি অনুযায়ী বিয়ে হয়েছিল৷ বিয়ের পর থেকেই সংসারে অশান্তি দেখা দিয়েছিল৷ যার ফলে গত তিন বছর ধরে ঐ গৃহবধু বাপের বাড়িতেই থাকতেন৷ তাঁর একটি কন্যা সন্তান রয়েছে৷ আজ সকালে মেয়েকে নিয়ে স্বামীর বাড়িতে যান ঐ গৃহবধু৷ সেখান থেকে তিনি এয়ারপোর্ট থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে যান৷ কিন্তু হঠাৎ ঐ গৃহবধু থানার ভেতরেই অজ্ঞান হয়ে পড়েন৷ সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় দুপুর আড়াইটে নাগাদ তাঁর মৃত্যু হয়৷ খবর পেয়ে মৃতার বাপের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন৷ তাদের বক্তব্য, কুসুমীর মৃত্যুর পেছনে গভীর রহস্য রয়েছে৷ পুলিশ এবিষয়ে তদন্ত শুরু করেছে৷
2017-10-27

