পুত্রের হাতে নৃশংসভাবে খুন পিতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর৷৷ মনু থানাধীন বিরাশিমাইল জগৎচন্দ্র পারায় সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিজ বাড়িতেই পুত্রের হাতে খুন হলেন পিতা৷ পিতার নাম রবিধন রিয়াং (৫২)৷ ঘটনার বিবরণ থেকে জানা গেছে, ছেলে নলিনী রিয়াং (২৬) গতকাল গভীর রাতে এই হত্যা লীলা সংগঠিত করে৷ অভিযোগ পুত্র পিতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাভে খুন করেছে৷ ঘটনার পরদিন সকালে স্থানীয় লোকজন বাড়িতে প্রবেশ করলে ক্ষতবিক্ষত রবিধন রিয়াং এর দেহ বিছানায় পরে থাকতে দেখে খবর দেওয়া হয় মনু থানায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ৷ পুলিশ দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়৷ পুলিশের জানিয়েছে, অভিযুক্ত পুত্রকে পাওয়া যায়নি৷ সে পলাতক৷ তবে ঘটনার তদন্ত চলছে৷