BRAKING NEWS

অনূর্ধ্ব-১৯ এএফসি চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন পর্বে ভারতীয় যুবদলে ১৩ বিশ্বকাপার

নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.) : এবার অনূর্ধ্ব-১৯ এএফসি চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্বে নামছে ভারতীয় যুব দল৷ নভেম্বরে এই চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে যুব দল৷ সেই ম্যাচের জন্যই ভারতের অনূর্ধ্ব-১৯-র ২৩ জনের দলে সুযোগ পেল ভারতের অনূর্ধ্ব-১৭ দলের ১৩ জন বিশ্বকাপার৷ প্রতিযোগিতায় ভারতীয় দলের কোচের ভূমিকায় থাকছেন অনূর্ধ্ব-১৭ কোচ নর্টন দি মাতোস৷ সেই ১৩ জনের দলে অবশ্য নেই অভিজিৎ সরকার, কোমাল খাটাল, অনিকেত যাদবরা৷ ভারতের অনূর্ধ্ব-১৯ দল থেকে বেছে নেওয়া হয়েছে ১০ জনকে৷ অভিজিৎ না থাকলেও বাংলার দুই বিশ্বকাপার জিতেন্দ্র সিং ও রহিম আলি ২৩ সদস্যের দলে রয়েছে৷
মনে করা হচ্ছে, এএফসি চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলোতে ইয়ামেন ও সৌদি আরব ও তুর্কমেনিস্তানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলার ক্ষেত্রে শক্তিশালী ফুটবলারদের দলে রাখতেই চেয়েছেন মাতোস তাই অজিভিৎ সরকারকে বাদ দেওয়া হয়েছে৷এএফসি-র যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের আগে দোহাতে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে ভারতীয় দলের৷ কাতারের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দোহায় ম্যাচ খেলবে জিকস্যান-ধীরাজরা৷
অাগামী ৪ নভেম্বর সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে যোগ্যতা অর্জন পর্বের অভিযান শুরু করবে ব্লু ব্রিগেড৷ এরপর ৬ নভেম্বর ইয়ামেন ও ৮ নভেম্বর টুর্কমেনিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *