শ্রীনগর, ২৪ অক্টোবর (হি.স.): পাকিস্তানি সেনাবাহিনীর সংঘর্ষবিরতি লঙ্ঘন অব্যাহত চতুর্থ দিনেও| মঙ্গলবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের নওগাম সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে পাল্টা জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| সেনাবাহিনীর পদস্থ এক কর্তা জানিয়েছেন, ‘মঙ্গলবার সকাল ৯.৩০ মিনিট থেকে নওগাম সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে পাক সেনাবাহিনী| যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী|
উল্লেখ্য, সোমবারও জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে পাক সেনাবাহিনী| পাক সেনাবাহিনীর লাগাতার গুলিবর্ষণের জেরে বন্ধ রাখা হয় ৬টি স্কুল|
2017-10-24
