সাত ভারতীয় মৎস্যজীবী গ্রেফতার শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে

কলম্বো, ২১ অক্টোবর (হি.স.) : সাতজন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কার নৌবাহিনী৷ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে৷ একটি ট্রলারসহ তাদেরকে আটক করা হয়েছে৷ দেশের সীমানালঙ্ঘন করে শ্রীলঙ্কার সমুদ্রের সীমানায় ঢুকে পড়ায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে৷

জানা গিয়েছে, এরা প্রত্যেকেই তামিলনাড়ুর বাসিন্দা৷ পাম্বান এলাকা থেকে এদেরকে গ্রেফতার করা হয়েছে৷ শ্রীলঙ্কার নৌবাহিনীই এদেরকে গ্রেফতার করেছে৷ প্রথমে এই সাত মৎস্যজীবীকে মৎস্য তদারকি দফতরে পাঠানো হয়েছে৷ পরে তালাইমান্নার পুলিশ স্টেশনে তাদেরকে পাঠানো হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ তবে এই ঘটনা এই প্রথম নয়৷ এর আগেও বহুবার এই ধরনের ঘটনা ঘটেছে৷