কোপেনগেহেন, ২১ অক্টোবর (হি.স.) : সিন্ধুর পর ডেনমার্ক ওপেন থেকে বিদায় নিলেন সাইনা৷ সেই সঙ্গে শেষ হয়ে গেল মহিলা সিঙ্গলসে ভারতীয়দের দৌড়৷ শুক্রবার মহিলা সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে চতুর্থ বাছাই আকেন ইমাগুচির কাছে স্ট্রেট গেমে হারেন সাইনা নেহওয়াল৷
বিশ্বের ১২ নম্বর মহিলা খেলোয়াড় সাইনা এদিন আন্ডারডগ হিসেবেই কের্টে নেমেছিলেন৷ দেড় ঘণ্টা কম সময়ের ব্যবধানে জাপানি খেলোয়াড়ের কাছে আত্মসমর্পণ করেন হায়দরাবাদি৷ সাইনালের পক্ষে খেলার ফলাফল ১০-২১, ১৩-২১৷ বিশ্বের এই পাঁচ নম্বর জাপানি তারকার কাছে দ্বিতীয়বার হারলেন সাইনা৷
গ্লাসগোয় বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের পর এটি দ্বিতীয় টুর্নামেন্ট সাইনার৷ গ্লাসগোয় ব্রোঞ্জ জিতেছিলেন হায়দরাবাদি৷ যদিও ডেনমার্ক ওপেনে অলিম্পিক চ্যাম্পিয়ন স্পেনের ক্যারোলিনা মারিনকে দারুণ শুরু করেছিলেন সাইনা৷
বৃহস্পতিবার প্রথম রাউন্ডেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন দেশের এক নম্বর মহিলা ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু৷ ওপেনিং রাউন্ডে চিনা প্রতিদ্বন্দ্বী চেন উফেইয়ের কাছে স্ট্রেট সেটে হারেন সিন্ধু৷ উফেইয়ের পক্ষে ম্যাচের ফল ২১-১৭, ২৩-২১৷

