মুম্বই, ২১ অক্টোবর (হি.স.) : শনিবার ভাইফোঁটার দিন দেশের সমস্ত জওয়ান ভাইদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর৷ নিজের টুইটার হ্যান্ডেলে তাদের ভাইফোঁটার শুভেচ্ছা জানান কোকিল কন্ঠী৷
যেকোন উৎসব অনুষ্ঠানের দিনগুলিতে নিজের অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে থাকেন লতা মঙ্গেশকর৷ এর আগেও তিনি ভারতীয় জওয়ানদের উদ্দেশ্য তার ভালোবাসা প্রকাশ করেছেন৷ এদিন তাঁর বার্তায় জওয়ানদের দীর্ঘায়ু কামনা করেন৷ তিনি বলেন, ‘‘সেনাদের স্যালুট জানাচ্ছি৷ তারা আছে বলেই দেশ রয়েছে৷ দেশ রয়েছে বলে আমরা আছি৷’’

