সমাজ পরিবর্তনে রাজ্যপালের ভূমিকা হবে অনুঘটকের মতো ঃ প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১২ অক্টোবর৷৷ সমাজে পরিবর্তন নিশ্চিত করার ক্ষে ত্রের রাজ্যপালরা এক অনুঘটকের ভূমিকা পালন করতে

বৃহস্পতিবার নয়াদিল্লিতে রাজ্যপালদের সম্মেলনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ছবি-পিআইবি৷

পারেন৷ কারণ, সংবিধানের মর্যাদা ও পবিত্রতাকে রক্ষা করার কাজে তাঁরা সঙ্কল্পবদ্ধ৷ রাষ্ট্রপতি ভবনে আয়োজিত রাজ্যপাল সম্মেলনের সূচনা পর্বে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আগামী ২০২২ সালের মধ্যে এক নতুন ভারত গড়ে তোলার লক্ষ্যমাত্রা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, লক্ষ্যমাত্রা পূরণের কাজটি যদি এক জন আন্দোলন রূপে গড়ে তোলা যায় তাহলে নতুন ভারতের অভূ্যদয় অবশ্যম্ভাবী৷ নতুন ভারত গঠনের লক্ষ্যে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সঙ্গে বিশদভাবে আলোচনা করার তিনি পরামর্শ দেন বিভিন্ন রাজ্যের রাজ্যপালদের৷ কেন্দ্রীয় সরকার আয়োজিত সাম্প্রতিককালের হ্যাকাথনে ছাত্রছাত্রীরা যে বেশ কয়েকটি সমস্যার মোকাবিলায় প্রযুক্তিগত সমাধানের প্রস্তাব পেশ করেছিলেন, সে প্রসঙ্গও প্রধানমন্ত্রী তুলে ধরেন তাঁর ভাষণকালে৷ তাঁর মতে, প্রত্যেকটি রাজ্যের তরুণ ও যুবকদের উচিৎ এক একটি বিশেষ খেলাধূলার ক্ষেত্রে নিজেদের দক্ষ করে তোলা৷ স্বচ্ছতা, অর্থাৎ পরিচ্ছন্নাতা রক্ষার অভিযানেনেতৃত্বদানের্ জন্য তিনি উৎসাহিত করেন রাজ্যপালদের৷

প্রধানমন্ত্রী বলেন, মহাত্মা গান্ধীর সার্ধশত জন্মবার্ষিকী উদযাপিত হবে আগামী ২০১৯ সালে৷ তিনি ছিলেন আমাদের অনুপ্রেরণার এক উৎস৷ তাঁর স্বপ্ণকে সফল করে তুলতে উন্মুক্ত স্থানে প্রাকৃতিক কাজকর্মমুক্ত এক ভারত গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছি আমরা৷ শ্রী মোদী বলেন, বিভিন্ন উৎসব ও বর্ষপূতির অনুষ্ঠান পালন পরিবর্তনের লক্ষ্যে আমাদের শক্তি ও সাহস যোগায়৷ মুদ্রা, যোজনার আওতায় দলিত, আদিবাসী এবং মহিলাদের ঋণ সহায়তা মঞ্জুরের কাজে ব্যাঙ্কগুলি যাতে উৎসাহিত হয়, সেজন্য বিশেষ উদ্যোগ গ্রহণের তিনি পরামর্শ দেন রাজ্যপালদের৷ আগামী ২৬ নভেম্বরের সংবিধান দিবস এবং ৬ ডিসেম্বরের আম্বেদকর মহাপরিনিবার্ণ দিবস, এই সময়কালের মধ্যে ঐ বিশেষ বিশেষ শ্রেণীর মানুষ যাতে ঋণ সহায়তার সুযোগ পেতে পারেন তা নিশ্চিত করার আর্জি  জানান তিনি৷

সৌর জ্বালানি, প্রত্যক্ষ সুফল হস্তান্তর এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কেরোসিন মুক্ত করার কর্মসূচি সফল করে তুলতে বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলের উপ-রাজ্যপালদের অনুপ্রাণিত করেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, কেন্দ্রশাসিত অঞ্চলগুলি যাতে দ্রুততার সঙ্গে এই কাজে সাফল্য দেখাতে পারে, তা নিশ্চিত করা সকলেরই কর্তব্য৷