কাল গুয়াহাটিতে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি, দু-দলের নেট প্র্যাকটিস

গুয়াহাটি, ৯ অক্টোবর, (হি.স.) : আজ সোমবার সকাল আটটায় বৰ্ষাপাড়া স্টেডিয়ামে নেট প্র্যাকটিস করেছে অস্ট্রেলিয়া দল। বিকেলে ফ্লাড-লাইটের আলোয় অনুশীলনে নামবে বিরাটবাহিনী। এর আগে মাঠের পরিস্থিতি খতিয়ে দেখেছেন ভারতীয় দলের প্রধান-সহ অন্যান্য খেলোয়াড়রা। আন্তর্জাতিক মানের নতুন মাঠ দেখে সন্তোষ ব্যক্ত করেছেন বিরাটবাহিনী। গোটা মাঠ চষে ঘুরেছেন অস্ট্রিলিয়ান ক্রিকেটাররা। তাঁরাও মাঠের অবস্থানে সন্তুষ্ট বলে জানিয়েছেন ডেভিড ওয়ার্নার।
আগামীকাল ১০ তারিখ বৰ্ষাপাড়ায় অনুষ্ঠেয় প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলা উপভোগ করতে অসম ছাড়া প্রতিবেশী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেটপ্রেমীরা ভিড় জমাচ্ছেন গুয়াহাটিতে। আগামীকাল এই মাঠেই ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-২০ ম্যাচ।
উল্লেখ্য, টানা সাত বছর পর গুয়াহাটিতে অনুষ্ঠেয় ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। গতকাল অনলাইনে অতিরিক্ত টিকিট বিক্রি শুরু হওয়ার পর ২০ মিনিটের মধ্যে সবগুলি শেষ হয়ে গেছে বলে ঘরোয়া ব্যবস্থাপক এসিএ কর্তৃপক্ষ জানিয়েছেন। দু-দুবার টিকিট বিক্রি করলেও দর্শকদের চাহিদা মেটানো যাচ্ছে না বলে দুঃখ ব্যক্ত করেছে এসিএ।