কলকাতা, ৯ অক্টোবর (হি.স.) : নারদ কেলেঙ্কারিতে জেরার জন্য ইডি দফতরে হাজিরা দিলেন মদন মিত্র। রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি দফতরে হাজির হন।
নারদ কান্ডে ইতিমধ্যেই মদন মিত্রের দক্ষিণেশ্বরের বাড়িতে গিয়ে তদন্ত করেছে সিবিআই কর্তারা। সমগ্র ঘটনার পূণনির্মাণ করা হয় ওই বাড়িতে। সেই পূণনির্মাণের ভিডিও রেকর্ড করা হয়। নারদ কান্ডে তদন্তকারিদের সব ধরনের সাহায্য করবেন জানিয়েছেন মদন মিত্র।
২০১৪ সালে সাত সকালে লুঙ্গি পরা অবস্থায় নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলের থেকে টাকা নিয়েছিলেন মদন মিত্র। সেই টাকা আবার এক অনুগামীকে দিয়ে বলেছিলেন রেখে দিতে। নারদ নিউজের প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছিল এই চিত্র। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগে সেই ভিডিও প্রকাশ করা হয়।
2017-10-09

