ভোটার তালিকায় সিপিআইএম’র দলবাজি নিয়ে বিজেপির পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর৷৷ ভোটার তালিকায় নতুন নাম তোলা ও বাতিল করা নিয়ে সিপিআইএম দলবাজি করছে বলে অভিযোগ উঠেছে৷ বিলোনিয়া মহকুমার বড়পাথারি তহশিলে বিজেপি-সিপিএম কর্মীদের মধ্যে ভোটার তালিকায় নতুন নাম তোলাে ও নাম বাতিল নিয়ে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে৷ বিজেপি’র তৈরি তালিকা তহশিল অফিসার মানতে রাজি না হওয়াতেই এই বিতর্ক দেখা দেয়৷ পরে সিপিআইএম কর্মীরা তহশিল অফিসারের পক্ষে দাঁড়ালে, বিজেপি কর্মীদের সাথে সর্ত বিতর্ক শুরু হয়৷ এ নিয়ে পরিস্থিতি এক সময় বেসামাল হয়ে পরে৷ শুরু হয় সংঘর্ষ৷ এর প্রতিবাদ জানিয়ে  বিজেপি কর্মী সমর্থকরা বড়পাথারি রাজনগর মূল সড়ক অবরোধ করে৷ দীর্ঘক্ষণ অবরোধ চলার পর ঘটনাস্থলে ছুটে যান এসপি সাউত হিপনার মনচাক, অতিরিক্ত জেলা শাসক সুব্রত কুমার দাস, বিলোনিয়া এসডিএম স্মিতা মৌল, পিআর বাড়ি থানার ওসি সঞ্জিত সেন৷ তারা অবরোধকারীদের আশ্বাস দেন ভোটার তালিকায় নতুন নাম তোলা বা বাতিল প্রক্রিয়া নিরপেক্ষভাবেই হবে৷ এই আশ্বাস পেয়ে বিজেপি কর্মীরা অবরোধ তুলে নেয়৷