বিশ্ব ফুটবলের সম্ভাব্য নায়কের দু পায়ের জাদু দেখতে তৈরি সরুসজাই

গুয়াহাটি, ৮ অক্টোবর, (হি.স.) : উত্তরপূর্বের প্রবেশদ্বারে আজ ফুটবলের মহারণ। বিশ্ব ফুটবলের সম্ভাব্য নায়কের দু পায়ের জাদুতে মোহাচ্ছন্ন হবে গুয়াহাটির সরুসজাই তথা ইন্দিরা গান্ধী স্টেডিয়াম। মেসি, রোনাল্ডো, নেইমারের উত্তরসূরি হওয়ার সম্ভাবনায় ভরপুর স্বপ্নাতুরদের অসাধারণ ফুটবলশৈলীর মাধ্যমে প্রাণ পাবে উত্তরপূর্বে ক্রীড়ার প্রাণকেন্দ্র সরুসজাই। ‘ভারতের সূর্যোদয়ের দেশ’ অসমের মাটি থেকেই আজ রবিবার (৮ অক্টোবর) থেকে শুরু হবে আগামী একদশকে বিশ্ব ফুটবলে সাম্রাজ্য বিস্তারের আখড়া।
গত দুদিন দেশের চারটি জায়গায় মোট আটটি প্রতিগোগিতার পর আজ রবিবার গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের দু-দুটি মর্যাদার লড়াই। সন্ধ্যা পাঁচটায় প্রথম লড়াই যুযুধান দুই দল ইউরোপীয়ান ফুটবলের শক্তি ফ্রান্সের সঙ্গে নবাগত দ্বীপরাষ্ট্র নিউ ক্যালেডোনিয়ার। গ্রুপ ই-র প্রতিযোগিতায় দুবারের কোয়ার্টার ফিনালিস্ট ফ্রান্স ফেভারিট হিসেবে অবতীর্ণ হলেও মাত্র ২,৬৮,৭৬৭ জনসংখ্যার কানাক আদিবাসীদের দেশ নিউ ক্যালেডোনিয়া খুব সহজে যে জমি ছেড়ে দেবে না, তা বোঝা গেছে দলের নবাগত দলের কোচ ডমিনিক ওয়াসালির কথাবার্তায়। তিনি বলেন, উন্নতমানের ফুটবল খেলা প্রদর্শনের মাধ্যমে তাঁরা লড়াইয়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চান।
এদিকে, আজকের দ্বিতীয় পর্বের লড়াই রাত আটটায় (৮.০০) আসিয়ান ফুটবলের সিংহ জাপান তাঁদের মেগা ইভেন্টের মাধ্যমে অভিযান শুরু করবে। এফসি অনূর্ধ্ব ১৬ ফুটবল চেম্পিয়ানশিপে চমকপ্রদ প্রদর্শনের মাধ্যমে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী জাপানের মুখোমুখি হবে ২০১৩-এর কোয়ার্টার ফিনালিস্ট হন্ডুরাস। ১৯৯৩ এবং ২০১১-তে ১৭ অনূর্ধ্ব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগপ্রাপ্ত জাপানের উদীয়মান চাঞ্চল্য তাকেফুসা কুবোর তাঁর দু পায়ের জাদু আজকের খেলার অন্যতম আকর্ষণ। জাপানিজ মেসি নামে বিশ্বপরিচিত তাকেফুসার অবিশ্বাস্য ফুটবলশৈলী স্বচক্ষে দেখতে বিশ্বের অন্যান্য প্রান্তের মতো উত্তর-পূর্বাঞ্চলের ক্রীড়ানুরাগীর মধ্যেও সৃষ্টি হয়েছে বাঁধভাঙা উচ্ছ্বাস।