নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.) : সিকিমের নাথুলা পাসে গিয়ে সীমান্তের ওপারে থাকা চিনা সেনাদের উদ্দেশ্য করে হাত নাড়লেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। শনিবার চিন সীমান্তবর্তী এলাকা সিকিমের নাথুলা পাসে যান প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। সেখানে তিনি ভারতীয় সেনাবাহিনী এবং ইন্দো-টিবেটিয়েন সীমান্ত পুলিশবাহিনীর আধিকারিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পরে তিনি সীমান্তবর্তী নাথুলা পাস পরিদর্শন করেন। সেখানে সীমান্তের ওপারে থাকা চিনা সেনারা তার ছবি তুলতে থাকে। পরে তাদের উদ্দেশ্যে করে হাত নাড়েন নির্মালা সীতারমণ।
পাশাপাশি বিমানে বিতর্ককিত ডোকলাম পরিদর্শন করার কথা ছিল সীতারমণের।কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তা বাতিল করে দেওয়া হয়। অন্যদিকে সীমান্তে প্রহরারত ভারতীয় সেনাদের মধ্যে লাড্ডু বিতরণ করেন প্রতিরক্ষামন্ত্রী। এর আগে নাথুলায় আসার পরে তাকে সেনাবাহিনীর তরফ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে এক টুইট বার্তায় প্রতিরক্ষামন্ত্রী সেই ছবি পোস্ট করেন।
2017-10-08