নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর৷৷ দখল হয়ে যাচ্ছে কংগ্রেস অফিস৷ তাই আইন শৃঙ্খলা রক্ষা এবং কংগ্রেস অফিস দখল

মুক্ত করতে পুলিশ নিরপেক্ষ ব্যবস্থা না নিলে আইন অমান্য আন্দোলনে হুমকি দিয়েছে প্রদেশ কংগ্রেস৷ শনিবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা পুলিশ প্রশাসনকে এই ভাবেই সতর্ক করেছেন৷ পাশাপাশি কটাক্ষের সুরে বলেন, এই ভাবে বিজেপি রাজ্যের মানুষের মন জয় করতে পারবে না৷
এদিকে, খুন হওয়া যুবা সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকান্ডে বিচারবিভাগীয় তদন্ত দাবী করেছে কংগ্রেস৷ একই সঙ্গে দোষীদের গ্রেফতারের জন্য ৭ দিনের সময় বেঁধে দিয়েছে দল৷ এদিন বীরজিৎ সিনহা বলেন, দল এই হত্যাকান্ডের বিষয়ে বিচারবিভাগীয় তদন্ত দাবী করেছে৷ রাজ্য পুলিশের তদন্তে কোন আস্থা নেই কংগ্রেসের৷ নিহত সাংবাদিক শান্তনু ভৌমিকের প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার এবং অপর এক সাংবাদিকের নিখোঁজ গাড়ির চালক জীবন দেবনাথের উদ্ধারের জন্য কংগ্রেস রাজ্য সরকারকে ৭ দিনের সময় বেঁধে দিচ্ছে রাজ্য সরকারকে৷ অন্যথায় দল বড় ধরনের আন্দোলন যাবার ঘোষণা দিতে বাধ্য হবে৷ উল্লেখ করা যেতে পারে কংগ্রেস ভিন্ন অন্য সমস্ত বাম বিরোধী রাজনৈতিক দল এই হত্যাকান্ডে সিবিআই তদন্ত দাবী করেছে৷

