BRAKING NEWS

সাংবাদিক হত্যা ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারক সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের

নয়াদিল্লী, ৪ অক্টোবর৷৷ দেশের বিভিন্ন রাজ্যে সাংবাদিক হত্যার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে ডেপুটেশন দিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন৷ প্রেস ক্লাব অব ইন্ডিয়ার নেতৃত্বে সাংবাদিদের বিভিন্ন সংগঠনের এক প্রতিনিধি দল বুধবার নয়াদিল্লীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে সাক্ষাৎ করেছেন৷ তাঁর কাছে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে৷
স্মারকলিপিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন রাজ্যে সাংবাদিকদের নৃশংসভাবে খুন করা হচ্ছে৷ শুধু তাই নয় গত তিন দশকে দেশে বিভিন্ন রাজ্যে যেসব সাংবাদিক খুন হয়েছে সেই সব মামলার একটির কোন সাজা ঘোষণা হয়নি৷ তাই এই ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবী করেছেন সাংবাদিকদের প্রতিনিধি দল৷ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দাবীগুলির যৌক্তিকতা স্বীকার করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন৷ প্রসঙ্গত, এদিন ডেপুটেশনে সাংবাদিকদের প্রতিনিধি দলে ছিলেন প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিরি, বিশিষ্ট সাংবাদিক কল্যাণ বোরা৷ শ্রীবোরা নর্থ ইস্ট মিডিয়া ফোরামের প্রতিনিধিত্ব করেছেন৷ উল্লেখ্য গত তিন দশকে পূর্বোত্তরে ৩২ জন সাংবাদিক খুন হয়েছেন৷ সম্প্রতি ত্রিপুরায় যুব সাংবাদিক শান্তনু ভৌমিক খুন হয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *