নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ সাংবাদিক শান্তনু হত্যা মামলায় ধৃত শচীন্দ্র দেববর্মা টি আই প্যারেডে শনাক্ত হয়েছে৷ তাকে চারজন চিহ্ণিত করেছেন বলে জানা গিয়েছে৷ টি আই প্যারেডের পর পুলিশ শচীন্দ্র দেববর্মাকে মঙ্গলবার পুলিশ এই সম্পর্কে বিস্তারিত তথ্য সমেত আদালতে সোপর্দ করে৷ পুলিশ আদালতে আর্জি জানিয়েছিল চৌদ্দ দিনের পুলিশ হেপাজতে দেওয়ার জন্য৷ প্রথম শ্রেণীর মেডিস্ট্রেট হেনা বেগম শচীন্দ্র দেববর্মাকে বারোদিনের পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দেন৷
2017-09-27