ঢাকা, ২৪ সেপ্টেম্বর (হি.স.): বাংলাদেশের একটি সফটওয়্যার কম্পানির বিরুদ্ধে জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ উঠল। জানা গিয়েছে, ওয়াইমি টেকনোলজি নামে ওই সফটওয়্যার সংস্থাটি জঙ্গিদের অর্থ সাহায্য দিত। জঙ্গিদের অর্থ সাহায্যের অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করেছে র্যা ব। র্যা ব আল মামুন, আল-আমিন, ফয়সাল ওরফে তুহিন, মঈন খা-সহ ১১ জনকে গ্রেফতার করা করেছে।
শনিবার র্যাববের আইন ও গণমাধ্যম শাখার প্রধান মুফতি মাহমুদ খান বলেন, বিদেশ থেকে আসা অর্থের মধ্যে ৫৩ শতাংশ ওয়াইমি টেকনোলজি খরচ করত জঙ্গিদের পেছনে। বাকি ৪৭ শতাংশ খরচ করত কোম্পানির পরিকাঠামো ও কর্মীদের বেতনে।
র্যা বের আইন ও গণমাধ্যম শাখার প্রধান মুফতি মাহমুদ খান আরও জানিয়েছেন, জঙ্গি অর্থ সাহায্যের অভিযোগে ২০১৫ সালে সাতজনের বিরুদ্ধে র্যা ব একটি মামলাও করেছিল। ওই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ধৃত হাসনাত কারাগারে মারা যান। বাকি চারজন পরে জামিনে ছাড়া পান। তাঁদের দুজনকে র্যা ব ফের গ্রেফতার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
2017-09-24