নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : রাষ্ট্রসঙ্ঘের ৭২ তম সাধারণ সম্মেলনে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের ভাষণের জন্য বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানালেন কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় এক ট্যুইট বার্তায় রাহুল বলেন বিদেশমন্ত্রী তার বক্তব্যে আইআইটি ও আইআইএম বিষয়েটি তুলে ধরে কংগ্রেসের দূরদর্শিতা ও পরম্পরাকে স্বীকৃতি দিয়েছেন। সেই জন্য বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন রাহুল।
অন্যদিকে শনিবার রাষ্ট্রসঙ্ঘে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের ভাষণকে কংগ্রেসের তরফ থেকে স্বাগত জানানো হয়েছে। কংগ্রেসের রণদীপ সুরজনওয়ালা জানিয়েছেন বিদেশমন্ত্রী তার বক্তব্যে গত ৭০ বছরে উন্নয়নের বিষয়টি তুলে ধরার জন্য তাকে ধন্যবাদ।
উল্লেখ্য শনিবার রাষ্ট্রসঙ্ঘে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী জানিয়েছিলেন ভারত যেখানে আইআইএম, আইআইটি, এইমস মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে। সেখানে পাকিস্তান লস্কর-ই-তৈবা, জৈশ-ই-মহম্মদ, হাক্কানি মতো সন্ত্রাসবাদী সংগঠন তৈরি করেছে। গত ৭০ বছরের ভারতের স্বাস্থ্য, শিক্ষার উন্নতি হয়েছে। ৭০ বছরের বহু রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে। প্রত্যেকেই দেশের উন্নতির জন্য কিছু না কিছু করেছেন। ভারতে গত ৭০ বছর ধরে গণতন্ত্র রক্ষিত রয়েছে বলে জানান সুষমা।
2017-09-24