মস্কো, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উনের মধ্যে চলতে থাকা বাক যুদ্ধ নিয়ে চিন্তিত রাশিয়া ও চিন। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ দুই রাষ্ট্র প্রধানকেই শান্ত হয়ে পরিস্থিতি মোকাবিলা করার আর্জি জানিয়েছেন। এই সমস্যার সমাধান রাজনৈতিক তথা কূটনৈতিক উপায়ে সমাধান করতে হবে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণু আস্ফালন যেমন নীরবে সহ্য করা যায় না। ঠিক তেমনি কোরীয় উপকূলে যুদ্ধে দামামা বাজানোকেও মেনে নেওয়া যায় না। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদকে এ ব্যাপারে আরও বেশি উদ্যোগী হতে হবে। আবেক ও প্ররোচনামূলক মন্তব্য করার থেকে তিনি দুই রাষ্ট্রপ্রধানকে বিরত থাকার জন্য অনুরোধ করেন।
অন্যদিকে ট্রাম্প বনাম কিমের বাকযুদ্ধেকে কটাক্ষ করে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেন কিন্ডার গার্ডেনের শিশুদের মতো আবেগের বশে ঝগড়া না করে শান্তিপূর্ণ সমাধার বের করতে হবে। চিনকে সঙ্গে নিয়ে রাশিয়া এই বিষয়ে উদ্যোগী হবে বলে তিনি জানান।
অন্যদিক চিনও দুই রাষ্ট্রপ্রধানকে ঠান্ডা মাথায় পরিস্থিতির মোকাবিলা করতে বলেছে। চিন মনে করে কোরীয় সমস্যার বিষয়টি যথেষ্ট স্পর্শকাতর ও জটিল। উত্তেজিত হয়ে এর সমাধান করা যাবে না।
উল্লেখ্য ৭২ তম রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সম্মেলনে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র হানার বিরুদ্ধে সোচ্চার হয়ে ছিলেন। রাষ্ট্রসঙ্ঘের সভা মঞ্চ থেকে কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। আমেরিকার যদি তার সহযোগী দেশগুলিকে উত্তর কোরিয়া আগ্রাসন থেকে রক্ষা করতে বাধ্য হয়। তবে উত্তর কোরিয়াকে সম্পূর্ণ রুপে ধ্বংস করে দেওয়া হবে বলে তিনি জানান। রাষ্ট্রসঙ্ঘের মঞ্চ থেকে মার্কিন রাষ্ট্রপতি উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক ব্যঙ্গ করে আত্মঘাতী রকেটম্যান নামে অবিহিত করে ছিলেন। তার ২৪ ঘন্টার মধ্যে এক সরকারী বিবৃতিতে মার্কিন রাষ্ট্রপতিকে উন্মাদ, মানসিক ভারসাম্যহীন ভীমরতি ধরা বুড়ো বলে মন্তব্য করেছিলেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন। বিগত কয়েক মাসের মধ্যে উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিয়ার তরজা চরমে উঠেছে। আমেরিকার গুয়ামকে আক্রমণ করার হুমকি দিয়েছিলেন কিম। পাশাপাশি আমেরিকার সহযোগী দেশ জাপানের উপর দুইবার ক্ষেপণাস্ত্র হানলা চালিয়েছে উত্তর কোরিয়া। অন্যদিকে উত্তর কোরিয়াকে পাল্টা ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে আমেরিকা। এই আবহে দুই দেশের মধ্যে চলতে থাকা উত্তেজনা চরমে উঠেছে।
2017-09-23