হায়দ্রাবাদ, ১৯ সেপ্টেম্বর (হি.স.): ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে না পারার জন্য স্ত্রীকে আগুন দিয়ে পুড়িয়ে মারল স্বামী। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে। মৃতা হারিকার অভিভাবকেরা স্থানীয় এলবি নগর থানায় এই হত্যাকান্ডের অভিযোগ দায়ের করেছেন। হারিকার বাবা-মায়ের অভিযোগ জামাই ঋষি কুমার তাদের মেয়েকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। তারা আরও অভিযোগ করেন যে বিয়ের পর থেকেই পণের জন্য তাদের মেয়ের উপর অমানবিক শারীরিক ও মানসিক অত্যাচার চালাত ঋষি কুমার।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। ঋষি কুমারের বিরুদ্ধে ভারতীয় দন্ড বিধির ৩০৪(বি) ও খুন করার অভিযোগে ৩০২ ধারায় মামলা রজু করেছে পুলিশ। এই হত্যাকান্ডের তদন্ত শুরু করেছে পুলিশ।
2017-09-19