বেঙ্গালুরু, ১০ সেপ্টেম্বর (হি.স.): গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ডের পরে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য পোস্ট করার জেরে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের হাতে ধরা পড়া ২২ বছরের এক বেকার যুবককে জেরা করল বিশেষ তদন্ত দল (সিট)। মাল্লানাগৌড়া ওরফে মাল্লি অর্জুন নামে ওই যুবককে টানা আড়াই ঘন্টার জেরা করা হয়েছে। তাতে এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে, যাতে সন্দেহভাজনদের সম্পর্কে ক্লু পেতে সুবিধা হচ্ছে বলে জানিয়েছেন এক পদস্থ পুলিশকর্তা।
এপর্যন্ত সাংবাদিক-সমাজকর্মী গৌরীর নৃশংস হত্যার তদন্তে নেমে প্রায় ৬৮০টি ফোন কলের রেকর্ড, টেক্সট মেসেজ, হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তা খতিয়ে দেখেছে সিট। ২১ সদস্যের সিট বেশ কিছু ক্লু পেয়েছে বলে জানান রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রামলিঙ্গা রেড্ডিও।
ধৃত যুবক মাল্লানাগৌড়ার মা উমাদেবী ইয়াদগির জেলার নারায়ণপুরা গ্রামে ছোট একটি দোকান চালান উমাদেবী। তিনি জানান, বারো ক্লাসের পরীক্ষায় ফেল করে তিন মাস আগে বাড়ি ছাড়ে ছেলে। শুক্রবার ছেলের বন্ধুরা এসে উমাদেবীকে গৌরী হত্যা মামলায় গ্রেফতার হওয়ার খবর দেয়। উমাদেবী বলেন, ওকে জামিনে ছাড়িয়ে আনার টাকা নেই। জানিনা, কারা ওর বন্ধু, কেনই বা ও এমন কাজে জড়াতে গেল।
2017-09-10