নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৯ সেপ্ঢেম্বর ৷৷ এবার খোয়াইয়ের এক কর্মচারী সাইবার ক্রাইমের শিকার৷ ঘটনার বিবরণে জানা যায়, খোয়াই থানা এলাকার পহড়মুড়ার চা বাগান সুকলের নিকট রবি মুন্ডার বাড়ী৷ তিনি বিদ্যুৎ দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারী৷ গত ৭-৯-১৭ইং সাকল সাতটায় রবিবাবুর মোবাইলে হায়দ্রাবাদ থেকে একটি কল আসে৷ কল রিসিভ করতেই উনাকে বলা হয়, তার এটিএমের পাসওয়ার্ড ও আধার নাম্বার দিতে৷ নিজেকে এসবিআই এর অফিসার পরিচয় দেয়৷ পাসওয়ার্ড দেওয়া মাত্র এক ঘন্টার ভিতরে রবিবাবুর এসবিআই একাউন্ট থেকে ৯৯৯০ টাকা করে চার বার এবং ১৯৯৯০ টাকা একবার কেটে নেওয়া হয়৷ সাথে সাথে ব্যাঙ্কে গিয়ে রবিবাবু যোগাযোগ করলে ব্যাঙ্ক থেকে জানিয়ে দেওয়া হয় হায়দ্রাবাদ ও গুয়াহাটি থেকে টাকা গুলি কেটে নিয়েছে হ্যাকাররা৷ এই ঘটনায় আতঙ্কিত রবিবাবু৷ খোয়াই এসবিআই ব্রাঞ্চ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷
2017-09-10

