চণ্ডীগড়, ৭ সেপ্টেম্বর (হি.স.): সাত সকালে আগুন-আতঙ্ক পঞ্জাবের বাথিন্দা জেলায় সেনাবাহিনীর গোলাবারুদ ডিপোতে| বৃহস্পতিবার ভোর ৫.১০ মিনিট নাগাদ বাথিন্দা জেলায় সেনাবাহিনীর গোলাবারুদ ডিপোতে আচমকা আগুন লাগে| তবে সকাল ৬.৩০ মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয়| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| তবে আগুন লাগার ফলে ১০৫ এমএম ও ১৫৫ এমএম বন্দুক নষ্ট হয়ে গিয়েছে|
বাথিন্দা ডেপুটি কমিশনার দীপ্রভা লাকরা জানিয়েছেন, সকাল তখন ৫.১০ মিনিট হবে, সেনাবাহিনীর গোলাবারুদ ডিপোতে আচমকা আগুন লাগে| তবে আগুন নিভিয়ে ফেলা হয় সকাল ৬.৩০ মিনিটের মধ্যেই| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই সম্ভবত আগুন লেগেছে|
2017-09-07