BRAKING NEWS

এমএম কালবুর্গি, নরেন্দ্র দাভোলকর এবং গোবিন্দ পানসারের মত একই কায়দায় হত্যা গৌরী লঙ্কেশের

বেঙ্গালুরু, ৭ সেপ্টেম্বর (হি.স.): রামচন্দ্র ছত্রপতি সাংবাদিক ও সমাজকর্মী। তিনি ধর্ষক বাবা গুরমিত রাম রহিম সিংয়ের ঘটনা প্রথম সামনে আনেন তাঁর পত্রিকা ‘পুরা সচ’–এ। সেখানে দুই সাধ্বীর গোপন জবানবন্দী ছাপেন তিনি। যার ভিত্তিতে পরে সাজা পেয়েছে ধর্ষক রাম রহিম। তবে সেই ঘটনার একমাসের মাথায় ২০০২ সালের ২১ নভেম্বর দুষ্কৃতীদের গুলিতে খুন হন তিনি।‌
নরেন্দ্র দাভোলকর পেশায় চিকিৎসক হলেও দুনিয়া তাঁকে চেনে সমাজকর্মী হিসেবে। মহারাষ্ট্রের এই মানুষটি কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ভৌতিক জাদুর বিরুদ্ধে প্রচার চালিয়ে ২০১৩ সালের ২০ আগস্ট খুন হন। পরের বছর সমাজসেবায় অনবদ্য অবদানের জন্য তাঁকে মরণোত্তর পদ্মশ্রী সম্মান দেওয়া হয়। এমনকী ধবলকরের মৃত্যুর কয়েকদিনের মধ্যে কুসংস্কার ও কালাজাদু সম্পর্কিত অর্ডিন্যান্স পাস করে মহারাষ্ট্র সরকার। ২০১৫ সালের আগস্ট মাসে নিহত হন সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত সমাজকর্মী এম এম কালবুর্গি। হাম্পি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য কালবুর্গি লিঙ্গায়েত সম্প্রদায়ের মানুষ। মূর্তিপূজা ও কুসংস্কারের বিরুদ্ধে সরব ছিলেন। কর্ণাটকের ধারওয়াড়ে তাঁর বাড়িতে ঢুকে তাঁকে খুন করে দুষ্কৃতীরা| বামপন্থী নেতা গোবিন্দ পানসারে ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি নিহত হন। তাঁদের বাড়িতে ঢুকে তাঁকে ও তাঁর স্ত্রীকে আক্রমণ করে দুষ্কৃতীরা। ৫টি গুলি লেগেছিল গোবিন্দ পানসারের। তিনি হাসপাতালে মারা যান। তিনিও উগ্র হিন্দুত্ববাদের বিরোধিতায় সরব ছিলেন। নাথুরাম গডসের সমালোচনা করেছিলেন। কোলাপুরে টোল ট্যাক্সেরও বিরোধিতায় আন্দোলন শুরু করেছিলেন| এম এম কালবুর্গি, নরেন্দ্র দাভোলকর এবং গোবিন্দ পানসারেকে গুলি করে খুন করেছিল দুষ্কৃতীরা। তিনজনের খুনের কিনারা হয়নি এখনও। একই অস্ত্রে খুন হলেন নির্ভীক সাংবাদিক গৌরী লঙ্কেশ। মঙ্গলবার রাতে বাড়ির সামনে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তাঁকে গুলি করে খুন করেছে। ২০১৩ সালের আগস্ট থেকে ২০১৭ সালের সেপ্টেম্বর। ৪ বছরের মধ্যে নির্ভীক চার জন মানুষ খুন হয়েছেন। ঘটনাস্থল আলাদা হলেও তাঁদের খুন করার ধরন একইরকম। সকলকেই গুলি করে খুন করা হয়েছে। দুষ্কৃতীরা এসেছিল মোটরবাইকে চড়ে। ৪টি খুনের ঘটনার সাদৃশ্য ধরা পড়েছে কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী রামলিঙ্গ রেড্ডি এবং ইতিহাসবিদ রামচন্দ্র গুহ–র চোখে। ২০১৫ সালের আগস্ট মাসে এম এম কালবুর্গিকে হত্যার জন্য ব্যবহার করা হয়েছিল ৭.৬৫ এম এম পিস্তল। তদন্তে নেমে সিআইডি জানতে পারে, একই আগ্নেয়াস্ত্র দিয়ে দাভোলকর ও পানসারেকেও খুন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *