BRAKING NEWS

সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যা : তীব্র নিন্দা করলেন সোনিয়া, রাহুল ও স্মৃতি

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.): বিশিষ্ট সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যার তীব্র নিন্দা করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী| নিন্দা করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানিও| গৌরী লঙ্কেশের হত্যায় দুঃখপ্রকাশ করে সোনিয়া গান্ধী বিবৃতিতে জানিয়েছেন, `গণতন্ত্রের জন্য অত্যন্ত দুঃখজনক মুহূর্ত| অসহিষ্ণুতা ও ধর্মান্ধতা আমাদের সমাজে মাথা চাড়া দিয়ে উঠছে|’ গৌরী লঙ্কেশ হত্যার তীব্র নিন্দা করে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী বলেছেন, `সত্য কেউ দমন করতে পারবে না| আরএসএস এবং বিজেপি সত্যকে দমন করার চেষ্টা করছে, কিন্তু ভারতে এটা সম্ভব নয়|’
বিশিষ্ট সাংবাদিক-সম্পাদক গৌরী লঙ্কেশের হত্যায় দুঃখপ্রকাশ করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি| বেঙ্গালুরুতে `সত্যভাষী’ সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনের তীব্র নিন্দা করে স্মৃতি ইরানি জানিয়েছেন, `আশা করবো খুব দ্রুত তদন্ত হবে এবং ন্যায় বিচার পাওয়া যাবে| তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা|’ মঙ্গলবার সন্ধ্যায় বেঙ্গালুরুর রাজারাজেশ্বরী নগরের বাসভবনে গুলি করে হত্যা করা হয় সাপ্তাহিক ট্যাবলয়েড `লঙ্কেশ পত্রিকার’ সম্পাদক গৌরী লঙ্কেশ (৫৫)-কে| নিহত সাংবাদিকের মাথায় ও পাঁজরে গুলি লেগেছে| মনে করা হচ্ছে, আততায়ীর সংখ্যা ছিল তিন জন|
বেঙ্গালুরুতে দুষ্কৃতীর গুলিতে নিহত হওয়া সাংবাদিক গৌরী লঙ্কেশ কাণ্ডে অপরাধীদের ধরতে জোরকদমে তদন্তে নেমেছে পুলিশ| বেঙ্গালুরু পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ জোগাড় করেছে| সেই ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজ চলছে| সেই ফুটেজে বাইকে চেপে আসা দুষ্কৃতীদের ছবি ধরা পড়েছে বলে খবর| দুষ্কৃতীরা এসে গৌরীকে পরপর সাতটি গুলি চালিয়ে পালিয়ে যায়| পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় নিজের বাড়িতে খুন হওয়া গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ডে কোনও প্রত্যক্ষদর্শীর খোঁজ পাওয়া যায়নি| কর্ণাটক রাজ্য পুলিশের প্রধান আর কে দত্ত জানিয়েছেন, গৌরী লঙ্কেশকে যখন গুলি করে খুন করা হয়, তখন প্রতিবেশীরা ভেবেছিলেন বাজি ফাটছে| পরে অবশ্য ভুল ভাঙে| প্রতিবেশীরা কেউ দুষ্কৃতীদের দেখতে পাননি|
সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যায় শোকপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি| মঙ্গলবার রাত ৯.৫৮ মিনিট নাগাদ দুঃখপ্রকাশ করে টুইটারে মমতা লিখেছেন, `সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যা অত্যন্ত দুর্ভাগ্যজনক| বিষয়টি খুবই উদ্বেগের| আমরা এর বিচার চাই|’ সীতারাম ইয়েচুরি হত্যার তীব্র নিন্দা করেছেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *