ত্রিপুরা ও মেঘালয়ের নির্বাচন ঃ বিজেপির রণকৌশল চূড়ান্ত করতে আজ দিল্লীতে পূর্বোত্তরের এনডিএ জোটের বৈঠক

অভিজিৎ রায় চৌধুরী ৷৷ নয়াদিল্লি, ৪ সেপ্ঢেম্বর ৷৷ ত্রিপুরা এবং মেঘালয়ের নির্বাচনী রণকৌশল নির্ধারনে পূর্বোত্তরের এনডিএ জোটের বৈঠক ডেকেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ মঙ্গলবার দিল্লিতে দিনভর এনিয়ে তিনি পূর্র্বেত্তরের রাজ্যগুলির বিজেপি নেতৃবৃন্দ এবং এনডিএ জোট শরিক দলের নেতাদের সাথে বৈঠক করবেন৷ ইতিমধ্যে নেডার কনভেনার তথা অসমের মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্র্ম দিল্লি পৌঁছে গিয়েছেন৷ বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব দেব এবং রাজ্য প্রভারী সুনিল দেওধরও দিল্লি রওনা দিয়েছেন৷ মঙ্গলবার সকালে প্রদেশ বিজেপির দুই বিধায়ক সুদীপ রায় বর্মন ও দিবাচন্দ্র রাঙ্খল সহ দলের কোর কমিটির অন্যান্য সদস্যরা দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন৷
এবিষয়ে সোমবার নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে নেডা কনভেনার তথা অসমের মন্ত্রি হেমন্ত বিশ্ব শর্র্ম বলেন, পূর্র্বেত্তরের পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী মঙ্গলবার বিজেপি সর্বভারতীয় সভাপতির সাথে বৈঠকে মিলিত হবেন৷ অসম, মনিপুর, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং মিজোরামের মুখ্যমন্ত্রীরা বৈঠকে অংশ নেবেন৷ এরই পাশাপাশি পূর্র্বেত্তরের আটটি এনডিএ শরিক দল অগপ, এনপিপি, বিপিএফ সহ অন্যান্যরা এই বৈঠকে যোগ দেবে৷ শ্রী শর্র্ম জানিয়েছেন, ২০১৮ ফেব্রুয়ারী মাসে ত্রিপুরা এবং মেঘালয়ে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ অসম এবং মণিপুরে সরকার গঠনের পর বিজেপির পরবর্তী লক্ষ্য ত্রিপুরা এবং মেঘালয়৷ তাই ধারনা করা হচ্ছে, নির্ধারিত সময়ের আগেই নির্বাচনী রণকৌশল স্থির করে নিতে চাইছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি৷ পূর্বোত্তরের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবারের বৈঠকে বিস্তারিত খোঁজখবর নেবেন অমিত শাহ৷ ত্রিপুরা এবং মেঘালয়ে দলের সাংগঠনিক অবস্থান সম্পর্কে প্রদেশ নেতৃবৃন্দ বিজেপি সর্বভারতীয় সভাপতিকে জানাবেন৷
ইতিমধ্যে ত্রিপুরা বিধানসভায় খাতা খুলতে পেরেছে বিজেপি৷ তৃণমূল ছেড়ে ৬ বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ায় পূর্বোত্তরের আরো একটি রাজ্যে বিধানসভায় আসন পেয়েছে বিজেপি৷ তবে, দলত্যাগ করে আসা বিধায়কদের উপর নির্ভর করে আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কতটা সহজ হবে সে বিষয়েও অমিত শাহ প্রদেশ নেতৃবৃন্দের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেবেন৷ সূত্রের খবর, প্রদেশ বিজেপি কোর কমিটি রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট সর্বভারতীয় সভাপতির হাতে তুলে দেবে৷
এদিকে ত্রিপুরা এবং মেঘালয়ের বিধানসভা নির্র্বচনে বাকি পাঁচ রাজ্য অসম, মণিপুর, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং মিজোরামকেও দায়িত্ব দিতে চাইছেন অমিত শাহ৷