বিনামূল্যে আইনী সহায়তার নতুন উদ্যোগের সূচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ চবিবশ ঘন্টা বিনামূল্যে আইনি সহায়তা প্রদাণের লক্ষ্যে সূচনা হয়েছে লিগেল এসিস্টেন্স এস্টাব্লিশমেন্ট নয়া সংযোগ এর৷ ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি টি ভাইপেই শুক্রবার এই নতুন উদ্যোগের সূচনা করেন৷ স্টেইট লিগেস সার্ভিস অথরিটি এই নতুন উদ্যোগের উদ্যোক্তা৷ এই বিষয়ে মুখ্যবিচারপতি জানিয়েছেন, সারা রাজ্যে আইনি সহায়তা প্রদান করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ টোল ফ্রী নম্বরে ফোন করে চবিবশ ঘন্টা নিঃশুল্ক আইনি সহায়তা এখন থেকে সারা রাজ্যের মানুষ পাবেন৷ আইনি সহায়তা প্রদানে দুইজন আইনজীবী নিরলস কাজ করে যাবেন৷ এছাড়াও প্যারালিগেল ভলেন্টিয়াররা বিভিন্ন বিষয়ে সহায়তা করবেন৷ বিচারপতি সুভাশিষ তলাপাত্র জানিয়েছেন, ভিডিও কনফা রেন্সিয়ের মাধ্যমে সকাল ১০টা থেকে ৫টা আইনি সহায়তা প্রদান করা হবে৷ এছাড়াও ২৪ ঘন্টা টোল ফ্রী নম্বর খোলা থাকবে আইনি বিষয়ে যে কোন প্রশ্ণের উত্তর জানার জন্য৷ এই উদ্যোগ রাজ্যবাসীর আইনি বিষয়ে বিশেষ ভাবে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *