ভুবনেশ্বর, ১ সেপ্টেম্বর (হি.স): ওড়িশার তিনটি জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। আগস্ট মাসে রাজ্যে গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৯৩.৯ মিলিমিটার। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন অঞ্চলে আগস্টে স্বাভাবিকের চেয়ে ১৭.৪ দশমিক কম বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রের খবর, মালকানগিরি জেলায় সম্প্রতি বন্যা পরিস্থিতি দেখা দেয়। রাজ্যের ভিতর মালকানগিরিতে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। এখানে বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯৩.৮ মিলিমিটার। অন্যদিকে, বউধ জেলায় গত আগস্টে সর্বনিম্ন বৃষ্টিপাত হয়েছে। এথানে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৯২ মিলিমিটার।
আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে, চলতি বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৮৪২.৪ মিলিমিটার। এটা স্বাভাবিকের চেয়ে ৭.৭ দশমিক কম। তবে জুন থেকে আগস্ট পর্যন্ত সময়সীমায় গজপতি ও গঞ্জাম জেলায় অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। তবে রাজ্যের ১০টি জেলায় স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। জুন থেকে আগস্ট পর্যন্ত সময়সীমায় কম বৃষ্টিপাত হয়েছে কান্দামাল, কেওনঝাড়, বারগড়, সুবর্ণপুর, বউধ-সহ মোট ১০টি জেলায়।
2017-09-01