BRAKING NEWS

সুলভ মূল্যে পেঁয়াজের যোগান, রাজ্যগুলিকে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের অনুমোদন দিল কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ আগস্ট৷৷ পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের মাধ্যমে বাজারে যোগান সহজলভ্য করার লক্ষ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহকে নিয়ন্ত্রণমূলক ক্ষমতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণের পদক্ষেপের আওতাতেই সরকারের এই সিদ্ধান্ত৷ বিগত ২৫শে আগস্টের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, রাজ্যগুলি এখন থেকে পেঁয়াজের মজুত ও দাম সংক্রান্ত বিষযে মুনাফাখোর ও দালালদের বিরুদ্ধে প্রয়োজনমাফিক ব্যবস্থাগ্রহণের পাশাপাশি আরো বেশ কিছু পদক্ষেপের ক্ষমতা দেওয়া হয়েছে৷
পেঁয়াজের দামে গত কয়েক সপ্তাহের অস্বাভাবিক বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিল৷ বিশেষ করে চলতি বছরে জুলাই মাসের শেষ দিকে গত বছরের তুলনায় উৎপাদন এবং যোগানের ক্ষেত্রে কোনরকম ঘাটতি না থাকা সত্বেও দাম বৃদ্ধির সমস্যায় পড়তে হয়েছিলো৷ সারাদেশে পেঁয়াজের গড়পরতা দাম প্রতি কেজি ১৫ টাকা থেকে বেড়ে ২৮৯৪ টাকায় দাঁড়িয়েছিলো৷ মেট্রো শহরগুলিতে তো এই দাম আরও ব্যাপক হারে বৃদ্ধি পায়৷ সেখানে কেজি প্রতি পেঁয়াজের দাম ৩১ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত হয়ে যায়৷
এই সমস্ত বিষয়ের পাশাপাশি আরও কিছু বিষয়কে মূল্যবৃদ্ধির কারণ হিসেবে চিহ্ণিত করে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের ক্ষমতা প্রদান করা হয়েছে৷ এর ফলে একদিকে যেমন দ্রুত মূল্য নিয়ন্ত্রণ সম্ভব হবে, পাশাপাশি, খুব স্বাভাবিকভাবেই জনগণের পক্ষেও বিশেষ স্বস্তির অবকাশ দেখা দেবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *