BRAKING NEWS

পরিস্থিতি বেগতিক দেখে আলোচনার আশ্বাস প্রশাসনের, আমরণ অনশন স্থগিত অরণ্য ভবনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯  আগষ্ট৷৷ বন দফতরের ক্যাজুয়েল কর্মীদের নিয়মিত করণের দাবীতে আমরণ অনশন মঙ্গলবার প্রথম দিনেই

গোর্খাবস্তিতে অরণ্য ভবনে আমরণ অনশনে বসেছিলেন অনিয়মিত কর্মীরা৷ ছবি নিজস্ব৷

প্রত্যাহার করে নেওয়া হয়েছে৷ রাজ্য প্রশাসন থেকে আলোচনার প্রস্তাব দেওয়ায় আন্দোলন আপাতত স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে৷ অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণের দাবীতে আজ যথারীতি রাজ্য বন দফতরের প্রধান কার্যালয় অরণ্য ভবনের সামনে আমরণ অনশন কর্মসূচী শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছিল৷ কিন্তু আন্দোলনকারীদের আগমন শুরু হতেই রাজ্য প্রশাসন থেকে তাদের কাছে বার্তা আসে আলোচনার প্রস্তাব নিয়ে৷ এই বার্তা আসায় আপাতত আমরণ অনশন কর্মসূচী প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেয় বন দপ্তরের অনিয়মিত কর্মীরা৷ উল্লেখ্য করা যেতে পারে গতকাল আন্দোলনকারীরা অরণ্য ভবন ঘেরাও করে প্রশাসনকে চূড়ান্ত বার্তা দেয়৷ রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী অর্থ দফতরের অনুমোদন নিয়ে স্থির বেতনে কর্মচারী নিয়োগের পর পাঁচ বছর অতিক্রান্ত হলেই তাদের নিয়মিত করা হয়৷ কিন্তু এক্ষেত্রে বন দফতরের অনিয়মিত কর্মীদের তা করা হয়নি বলে অভিযোগ৷ এখন দেখার তাদের কি ব্যবস্থা নেয় সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *