নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ রাজ্যে বিজেপি’র শক্তি বৃদ্ধিকে শান্তি সম্প্রীতি নষ্টের অশুভ সঙ্কেত৷ গোটা দেশে ও রাজ্যে অস্থিরতা তৈরী করছে বিজেপি বলে অভিযোগ করেছেন সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ শনিবার আগরতলা পুর নিগমের ৩২নং ওয়ার্ড আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি’র বিরুদ্ধে সাঁড়াশি আক্রমণ হানেন মুখ্যমন্ত্রী৷ তাঁর মতে, বিজেপি উগ্র ধর্মান্ধ রাজনীতি করছে৷ ভারতের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ধর্ম-বর্ণ-জাত-পাতের নামে দেশ ভাগ করে শাসন করতে চাইছে মোদী সরকার৷ সাম্প্রতিকালে রাজ্যে বিক্ষিপ্ত অপ্রীতিকর ঘটনাগুলির নেপথ্যে বিজেপি’র যোগাসাজস রয়েছে বলেও সমালোচনা করেছেন তিনি৷ রক্তদান কর্মসূচীর মধ্য দিয়ে ত্রিপুরা গোটা দেশে আলোড়ন সৃষ্টি করছে দাবি করেন তিনি৷ বিজেপি শান্তি – সম্প্রীতি, প্রগতি বিরোধী বলেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যে রাজ্যভাগের দাবী তোলে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে গোপনে মদত যোগাচ্ছে বিজেপি৷ দলছুট নেতাদের আস্তানা এখন প্রদেশ বিজেপি৷ জনগণ ভোটের মাধ্যমে মোক্ষম জবাব দেবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷
এদিকে, মাসাধিক কাল অতিবাহিত হবার পর তাঁকে ঘেরাওকরে রাখার বিষয়ে আজ শনিবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ নাম না করে তিনি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন, তিনি বলেন, দেশে অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে৷ শুধু তাই নয় এই রাজ্যেও অচলাবস্থা সৃষ্টির চেষ্টা চলছে৷ তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে ১৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে৷ দেশের কোথাও কখনও এভাবে কোন মুখ্যমন্ত্রীকে অবরুদ্ধ করে রাখা হয়নি৷ এই ধরনের ঘটনা খুবই নিন্দনীয়৷ উল্লেখ করা যেতে পারে আইপিএফটির সমর্থকদের হটিয়ে জাতীয় সড়ক ও রেল পথ অবরোধ মুক্ত করার দাবীতে বিজেপি ১৮ জুলাই মুখ্যমন্ত্রীকে তাঁর সরকারী আবাসে অবরুদ্ধ করে৷ ১৩ ঘন্টা অবরোধ চলার পর রাজ্যপালের অনুরোধে বিজেপি অনির্দিষ্টকালের এই কর্মসূচী প্রত্যাহর করে নেয়৷ আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার নাম না করে বিজেপিকে আরও কটাক্ষ করেন৷ একই সঙ্গে আক্রমণের নিশানায় ছিল কেন্দ্রীয় সরকার৷
তবে, সকল ধর্ম-বর্ণের মানুষ রক্তদানে এমনভাবেই অনুপ্রণিত হলে রক্তের অভাবে মানুষের মৃত্যু হবেনা বলে আশাবাদী মুখ্যমন্ত্রী৷ অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, মেয়র ইন কাউন্সিল বিশ্বনাথ সাহা প্রমুখ৷
2017-08-27

