BRAKING NEWS

সাইনা উঠলেন বিডব্লিউএফের ওয়ার্ল্ড চ্যাম্পি‌য়নশিপে সেমিফাইনালে

লন্ডন, ২৬ আগস্ট (হি.স.): বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠলেন সাইনা নেওয়াল।
২৭ বছরের সাইনা শুক্রবার সেমিনাইনালে গেলেন। সেইসঙ্গে ব্রোঞ্চ পদক পাওয়া নিশ্চিত করলেন। অন্যদিকে, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিনাইনালে উঠে ইতিমধ্যে পদক নিশ্চিত করেছেন হায়দরাবাদের তরুণী পি ভি সিন্ধুও। ৩৯ মিনিটের লড়াইয়ে সিন্ধু হারিয়েছেন বিশ্বের ৬ নম্বর শাটলার চিনের সান ইউকে। ২০১৩ ও ২০১৪ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন সিন্ধু। আর সাইনা জিতেছিলেন রূপো।
সাইনা এবার খেলবেন জাপানের নোজোমি ওকুয়ারার সঙ্গে। ক্রিশটি গিলমোরকে হারিয়ে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে প্রবেশ করলেন সাইনা। সেইসঙ্গে পি ভি সিন্ধুর পরে পদক নিশ্চিত করলেন হায়দরাবাদেরই মেয়ে সাইনা। লন্ডন অলিম্পিকের গতবারের ব্রোঞ্জজয়ী তারকা প্রথম গেমে জোর লড়াই করলেও ৭৪ মিনিটের তিন গেমের রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি হাসেন। খেলার ফলাফল ২১-১৯, ১৮-২১ ও ২১-১৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *