নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট৷৷ বিএসএফ’র দফাওয়ারী অভিযানে প্রচুর বাজি, ফেন্সিডিল, গরু এবং চুরি যাওয়া একটি বাইক উদ্ধার হয়েছে৷ যার বাজার মূল্য ১৩ লক্ষ ৪৬ হাজার ৪৭৫ টাকা৷ এক প্রেস বিবৃতিতে বিএসএফ জানিয়েছে, ২৩ এবং ২৪ আগস্ট রাজ্যের একাধিক স্থানে অভিযানে ঐসমস্ত কিছু উদ্ধার হয়েছে৷ বিবৃতিতে জানানো হয়েছে, কুল্লুবাড়ি বিওপি এলাকা থেকে চুরি যাওয়া একটি বাইক উদ্ধার হয়েছে৷ যার মূল্য ১ লক্ষ ২৫ হাজার টাকা৷ বাইকটি ১৪৫ নং ব্যাটেলিয়ানের জওয়ানরা সোনামুড়া পুলিশের হাতে তুলে দিয়েছেন৷ এদিকে, হারবাতলি বিওপি এবং বিএসএফ’র ৩১ নং ব্যাটেলিয়ানের যৌথ অভিযানে সীমান্ত দিয়ে পাচারের সময় ১১টি গরু উদ্ধার হয়েছে৷ যার বাজার মূল্য ১ লক্ষ ৫ হাজার ২০০ টাকা৷ সবকটি গরু সাব্রুম কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়েছে৷
এদিকে, পৃথক স্থানে অভিযান চালিয়ে শ্রীমন্তপুর বিওপি, নলুয়া বিওপি, বিএসএফ’র ১৪৫ এবং ৩১ নং ব্যাটেলিয়ানের জওয়ানরা পাচারের সময় ৩ হাজার ৬৮৮ প্যাকেট আতসবাজি উদ্ধার করেছে৷ কাটাতারের বেড়া নেই এমন এলাকা দিয়ে বাজি পাচার করা হচ্ছিল৷ উদ্ধার হওয়া বাজির বাজার মূল্য ৯ লক্ষ ২২ হাজার ২২৫ টাকা৷ উদ্ধার হওয়া বাজি কাস্টমসের হাতে তুলে দিয়েছে বিএসএফ৷ এছাড়া রাঙ্গামুড়া থানাধীন ডিমাতলি এলাকায় পুলিশ ও বিএসএফ’র যৌথ অভিযানে ১৮০৬ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে৷ যার বাজার মূল্য ১ লক্ষ ৯৪ হাজার ৫০ টাকা৷
বিবৃতিতে জানানো হয়েছে, ২৩ আগস্ট গভীর রাতে এবং ২৪ আগস্ট অভিযানে ঐ সমস্ত কিছু উদ্ধার হয়েছে৷ তবে, কাউকে গ্রেপ্তার করা যায়নি৷ আগামী দিনেও এধরনের অভিযান জারি থাকবে৷
2017-08-25

