BRAKING NEWS

গোরক্ষপুর হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

লখনউ, ২৫ অগাস্ট (হি.স.) : উত্তরপ্রদেশের বিঅারডি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ রাজীব মিশ্র ও তাঁর স্ত্রী পূর্ণিমা শুক্লা সহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল। কিছুদিন আগে অক্সিজেনের অভাবে গোরক্ষপুর হাসপাতালে ৬৫ শিশুর মৃত্যু হয়। অভিযুক্ত ন’জনের মধ্যে এফঅাইঅার দায়ের করা হয়েছে চিকিৎসক কাফিল খান ও মেজার্স পুষ্পা সেলসের কর্ণধার মণীশ ভান্ডারির বিরুদ্ধেও। এই পুষ্পা হাসপাতালের লিকুইড অক্সিজেন সরবরাহের দায়িত্বে ছিল। লখনউয়ের হজরতগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে এফঅাইঅার দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতিতে প্রশ্রয় দেওয়া ও সরকারি অর্থ তছরুপ ও চিকিৎসা সংক্রান্ত অব্যবস্থার অভিযোগ আনা হয়েছে।
অন্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন অডিট দফতরের উদয় প্রতাপ, কেরানি সঞ্জয় এবং সুধীর, চিফ ফার্মাসিস্ট গজানন জয়সওয়াল এবং অক্সিজেন সরবরাহ দফতরের প্রধান চিকিৎসক সতীশের নামও। রবিবার তদন্ত কমিটির পেশ করা রিপোর্টের ভিত্তিতে এই অভিযোগ দায়ের করা হয়েছে। গচ ১২ অগাস্ট উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে গঠিত হয় এই তদন্ত কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *