নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২৪ আগস্ট৷৷ কল্যাণপুরের কংগ্রেস ভবন থেকে প্রচুর টাকার বিলেতি মদ উদ্ধার হয়েছে৷ কোথা থেকে এত মদ এসেছে, প্রশ্ণ উঠেছে জনমনে৷ বাজার ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কংগ্রেস ভবনে মদের আসর বসছে৷ তারই সুবাদে হয়ত মদ ব্যবসায়ীরা এখানে তা রেখে গিয়েছে৷ যদিও কংগ্রেসের ব্লক সভাপতি গোটা বিষয়টি অস্বিকার করেছেন৷ তিনি জানান, দলের পক্ষ থেকে অফিস গৃহে কয়েক জন মিলে আলোচনা হয়ে থাকে৷ কিন্তু, কোন দিন মদের আসর বসেনি কংগ্রেস ভবনে৷ ব্যবসায়ীদের আরো অভিযোগ, গতকাল রাতে মদের বোতলগুলি ব্যবসায়ী ও কিছু যুবকরা দেখতে পেয়েছেন৷ রাতেই পুলিশকে এবিষয়ে খবর দেয়া হয়েছিল৷ কিন্তু খবর পেয়ে পুলিশ না আসায় অনেক মদের বোতল চোরাই পথে পাচার হয়ে গেছে৷ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ণ তুলেছেন ব্যবসায়ীরা৷ প্রশ্ণ উঠেছে, কোথা থেকে এত মদ এসেছে৷ কারন কল্যানপুর সহ গোটা এলাকায় এখন লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান নেই৷ পুলিশ জানিয়েছে, খবর পেয়ে যথা সময়ে তারা সেখানে গিয়েছে৷ প্রচুর পরিমানে মজুদ বিলেতি মদ উদ্ধার করেছে৷ পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য একজনকে গ্রেফতার করেছে৷ এনিয়ে জনমনে চাঞ্চল্য দেখা দিয়েছে৷ খবর পেয়ে যুব কংগ্রেসের এক নেতা ভবনের সামনে গিয়ে যুব কংগ্রেসের পতাকা নামিয়ে নিয়েছেন৷ তাতে দলের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে৷
2017-08-25

