দশ লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার বক্সনগরে, গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৩ আগস্ট৷৷ গোপন সূত্রের খবরে ভিত্তিতে মঙ্গলবার রাত ৭টা নাগাদ বক্সনগর এলাকায় কমলনগর বাতাদোলা রাবার বাগান থেকে বিএসএফ ৭৪ নং ব্যাটেলিয়ান এবং সোনামুড়া থানার পুলিশ অভিযান চালিয়ে ২০৫ কেজি শুকনো গাজা উদ্ধার করে৷ যার বাজার মূল্য ১০ লক্ষ ৩০ হাজার টাকা হবে বলে বিএসএফ ৭৪ ব্যাটেলিয়ান কমান্ডার রবীন্দ্রাথ সিং জানান৷ বেশী গাজা চাষ হয় সোনামুড়া মহকুমায়৷
প্রসঙ্গত, সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় গাঁজা বাগিচা গড়ে তোলা হয়েছে৷ এমনকি খাস জমিতেও চাষ করা হয় গাঁজ৷ গাঁজার চাষ রমরমা ছিল গত কয়েকবছর৷ এবছর কিছুটা ভাটা পড়েছে৷ প্রশাসন ও বিএসএফ সক্রিয় ভূমিকা পালন করায় গাঁজা মাফিয়াদের দৌরাত্ম্য কিছুটা কমেছে৷ তবে একেবারেই থেমে যায়নি৷ এবছরও কিছু কিছু এলাকায় গাঁজা চাষ করা হয়েছিল৷ সেগুলি শুকিয়ে বড়বড় প্যাকেট ও ড্রাম ভর্তি করে মাটির নীচে চাপা দিয়ে রাখা হয়৷ রাতের অন্ধকারে বিভিন্ন গাড়ী বোঝাই করে বহিঃরাজ্যে সেগুলি পাঁচার করে দেওয়া হয়৷ এমনই পরিকল্পনা ছিল গাঁজা মাফিয়াদের৷ তাই তারা মঙ্গলবার রাতে গাঁজার প্যাকেটগুলি রাবার বাগানে নিয়ে রেখেছিল গাড়িতে বোঝাই করার জন্য৷ কিন্তু, পুলিশ ও বিএসএফের কাছে খবর চলে যায়৷ তারপরই অভিযান চালিয়ে সাফল্য মিলে৷ তবে কে বা কারা এই গাঁজা সেখানে মজুত রেখেছিল, সেই সাথে যুক্তদের সনাক্ত করতে পারেনি পুলিশ৷