সেনাবাহিনীতে তপশিলি জাতি, উপজাতির প্রার্থীদের জন্যে আসন সংরক্ষণের দাবি

নয়াদিল্লি, ২০ আগস্ট (হি.স): এবার সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের জন্যে সংরক্ষণের আবেদন জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথওয়ালে। শনিবার সামাজিক ন্যায়বিচার দফতরের প্রতিমন্ত্রী রামদাস আথওয়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এ ব্যাপারে আবেদন জানিয়েছেন।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামদাস আথওয়ালে বলেছেন, ভীমরাও আম্বেদকর বলেছিলেন আমাদের সকলেরই দেশের সেবা করা উচিত। বিশেষত যুব সম্প্রদায়ের। সেকারণেই সেনাবাহিনীতে তপশিলি জাতি ও উপজাতির প্রার্থীদের জন্যে সংরক্ষণ চালু থাকা উচিত বলে দাবি করেন তিনি। প্রসঙ্গত, এর আগে কেন্দ্রীয় এই প্রতিমন্ত্রী ভারতীয় ক্রিকেট দলে তপশিলি জাতি, উপজাতির প্রার্থীদের জন্যে সংরক্ষণের দাবি জানিয়েছিলেন।