BRAKING NEWS

অচলাবস্থার কারণে ৮৪টি উড়ান বাতিল করল ইন্ডিগো

নয়াদিল্লি, ১৮ অগাস্ট (হি.স.) : অচলাবস্থা শুরু হয়েছে ইন্ডিগো বিমানসংস্থায়। ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে দেশের সবচেয়ে বড় এই বিমানসংস্থায় অচলাবস্থা দেখা দিয়েছে। সূত্রের খবর, শুক্রবার এই বিমানসংস্থা তাদের ১৩টি বিমানকে বসিয়ে রেখেছে। এমনকি ৮৪টি উড়ান বাতিল করা হয়েছে বলে খবর। সব মিলিয়ে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে যাত্রীদের কাছে। যদিও এই অচলাবস্থা নিয়ে বিমানসংস্থার আধিকারিকদের পক্ষ থেকে কেউ মুখ খুলতে চাননি। তবে কবে এই অচলাবস্থা কাটিয়ে উড়ান স্বাভাবিক হবে তা নিয়ে যাত্রীদের মধ্যে ধোঁয়াশা রয়েছে।
ইন্ডিগো বিমানসংস্থা সূত্রে খবর, মার্কিন প্রযুক্তিতে তৈরি এই ইঞ্জিনের ফলে বিমান চলাচলে স্বাভাবিক গতি পাওয়া যায় না। তাই বিমানের ওঠা–নামা থেকে চলাচলে বিলম্ব হয়। প্রতি ১০ জন ভারতীয় যাত্রীর মধ্যে চারজন যাত্রী এই বিমানসংস্থার বিমান ব্যবহার করে থাকে। সেক্ষেত্রে তাঁদের গন্তব্যস্থলে পৌঁছতে দেরী হয়ে যায় বলে অভিযোগও উঠে। এবছরের জুলাইয়ে এই ইঞ্জিন প্রস্তুতকারি সংস্থা এই ত্রুটির জন্য ইন্ডিগো বিমানসংস্থাকে ক্ষতিপূরণও দিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *