চোরের দলের হামলায় গুরুতর জখম এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ আগষ্ট৷৷ বাংলাদেশী চোরের দলের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক ব্যক্তি৷ ঘটনাটি ঘটেছে বুধবার রাতে খোয়াইয়ের চরগণকী এলাকায়৷ আহত ব্যক্তির নাম হরিপদ নমঃদাস৷ বয়স ৫৫৷ তার শরীরে চল্লিশটি সেলাই করতে হয়েছে৷ সংবাদে প্রকাশ, তিনি এদিন রাতে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন৷ তখন খোয়াই সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে তিন বাংলাদেশী চোর অনুপ্রবেশ করে৷ তাকে দেখতে পেয়ে চোরেরা ধারলো দা দিয়ে এলোপাথাড়ী আঘাত করতে থাকে৷ তাতেই তিনি রক্তাক্ত হন৷ তার চি১কারে আশেপাশের লোকজন ছুটে আসলে চোরেরা পালিয়ে যায়৷ পরে পুলিশ ঘটনাস্থলে যায়৷ চোরের সন্ধ্যানে তল্লাসী চালানো হচ্ছে৷