অসম-মণিপুরের বন্যাত্রাণে ইউরোপীয়ান ইউনিয়নের অর্থ সাহায্য

গুয়াহাটি, ১২ আগস্ট, (হি.স.) : অসম ও মণিপুরের বন্যাদুর্গতের জন্য ইউরোপিয়ান ইউনিয়ন অৰ্থ সাহায্য ঘোষণা করেছে। উত্তর-পূর্বাঞ্চলের এই দুই রাজ্যের ২৫ হাজার বন্যার্তের মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী-সহ অন্যান্য খাতে খরচ করতে দেবে দুই লক্ষ ইউরো।