শ্রীনগর, ১১ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার আনম্যান্ড এয়ার ভেহিকল বা ইউএভি| শুক্রবার ভোররাত কাঠুয়া জেলার চাঁদওয়াল বেল্ট-এর লাডোল গ্রামের কাছে ভেঙে পড়ে আনম্যান্ড এয়ার ভেহিকল (ইউএভি)| খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় পুলিশ এবং বায়ুসেনার দু’টি দল| কাঠুয়ার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) মহম্মদ সুলেমান চৌধুরী জানিয়েছেন, ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ লাডোল গ্রামের কাছে ভেঙে পড়ে আনম্যান্ড এয়ার ভেহিকল (ইউএভি)|
কী কারণে দুর্ঘটনাটি ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে| ধ্বংস্তূপ থেকে বিমানের টুকরো নমুনা সংগ্রহ করেছেন তদন্তকারীরা| মূলত বায়ুসেনার গ্রাউন্ডবেসড সিস্টেমস কন্ট্রোলর হিসেবে ব্যবহৃত ইউএভি তথ্য সংগ্রহের কাজ করে|